বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি মানববন্ধনে যোগ দিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলে বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠছে প্রেসক্লাব অঞ্চল।
সোমবার ১২ ফেব্রুয়ারি বেলা ১১ থেকে মানববন্ধন শুরু হওয়ার কথা রয়েছে। আর শেষ হবে দুপুর ১২টায়।
মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন।
মানববন্ধনে অংশ নিতে আসা নেতাকর্মীদের জন্য হাইকোর্টের কদম ফোয়াড়ার মোড় থেকে পল্টন পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮