নির্বাচনী প্রচারণা চালানোর সময় রবিবার সকালে রাজধানীর গোপীবাগ এলাকায় হামলার শিকার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন(ডিএসসিসি)নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এসময় তার বেশ কয়েকজন সমর্থক ও সাংবাদিকরাও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ করতে ইশরাক ও তার সমর্থকরা গোপীবাগ এলাকায় গেলে একদল লোক সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনের রাস্তার দুদিক থেকে হঠাৎ তাদের ওপর হামলা চালায়।
পুলিশ হস্তক্ষেপ করার আগ পর্যন্ত দুপক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ চলে। এসময় ইশরাক তার গোপীবাগের বাসায় আশ্রয় নেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক বলেন,‘তাদের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় হামলা করা হয়েছে। আমরা এই বিষয়ে একটি প্রেস ব্রিফিং করব।’ এর আগে গত সপ্তাহে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে(ডিএনসিসি)বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর জনসংযোগের সময়ে হামলা করা হয়। বিএনপি নেতাকর্মীরা এই ঘটনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে অভিযুক্ত করেছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান