ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রধান পোলিং এজেন্ট মোয়াজ্জেম হোসেন আলাল শনিবার বোমা হামলার শিকারহয়েছেন। তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান বলেন, দুপুরের দিকে ইব্রাহীমপুর এলাকায় মনিপুর হাই স্কুল এন্ড কলেজ(শাখা-২)কেন্দ্রে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত মোয়াজ্জেমের গাড়িতে পাঁচটি বোমা নিক্ষেপ করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এদিকে শনিবার ঢাকা সিটি নির্বাচনের সময় কমপক্ষে তিনটি স্থানে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিএনপিও অভিযোগ করেছে, তাদের কয়েকজন এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান