বিএনপির যৌথ সভা কাল

বিএনপির যৌথ সভা ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ ও মুনির হোসাইন।

যৌথসভায় দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামীকালের যৌথসভায় ১৫ মের দুই সিটি নির্বাচন, দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার বিষয় এবং সামগ্রিক রাজনৈতিক ও আগামী একাদশ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

আরজেড/