বিএনপির শপথ নেয়া উচিত: গণপূর্তমন্ত্রী

জনগণের রায় প্রত্যাখান না করে বিএনপিকে শপথ নেয়ার পরামর্শ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার সচিবালয়ে নির্বাচন পরবর্তী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘জনগণের রায় প্রত্যাখান করা ঠিক হবে না। তাদের শপথ নেয়া উচিত। তারা সংখ্যায় কম হলেও সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে। সংসদে একজন হলেও কথা বলা যায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সংসদে না গেলে ভুল করবে। যারাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা মানুষের ভোটে হয়েছে। একজন হলেও সংসদে কথা হলা যায়।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপির অপপ্রচার ও মিথ্যা আশ্বাস জনগণ বুঝতে পেরেছে বলেই এবার জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। ১৯৭০ সালে বঙ্গবন্ধুর সময় যে নির্বাচনে গণজোয়ার তৈরি হয়েছিল ঠিক এবারও জনগণ গণজোয়ারের মতো ভোট দিয়েছে।

আবারও মন্ত্রীসভায় থাকছেন কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। প্রধানমন্ত্রী যাকে ভাল মনে করবেন তাকে মন্ত্রী বানাবেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

গত পাঁচ বছর সফলতার সাথে কাজ করেছেন দাবি করে তিনি বলেন, ‘সরকারি আবাসন সমস্যা সমাধানে অনেক অগ্রগতি হয়েছে। আগে সরকারি আবাসন ছিল ৮ শতাংশ আর এখন ৩০ শতাংশ।’

তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ