নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে বিএনপির সমাবেশ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে থাকার দুই বছর পূর্ণ হওয়ায় এ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
আজকের বাজার/এমএইচ