বিএনপির সাথে সমঝোতা প্রস্তাবের খবর সত্য নয়: কাদের

বিএনপির সাথে আওয়ামীলীগের সমঝোতা প্রস্তাব নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘বিএনপির সাথে আওয়ামীলীগ কখনেই সমঝোতাই বসবে না। কারণ বিএনপি হলো স্বাধীনতার বিরোধী শক্তি দ্বারা পরিচালিত। কোর্ট খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে, সেই দণ্ডেও সরকারের কোনো হস্তক্ষেপ নেই, ছিল না। এর সঙ্গে কোনো সমঝোতার বিষয় নেই।’

গত ৭ মার্চ কারাগারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সাত নেতার সাক্ষাৎকার নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সেদিন সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে সমঝোতার প্রস্তাব দিয়েছেন ফখরুল।

ওই পত্রিকার ভাষ্যমতে খালেদা জিয়াকে দেশের বাইরে চলে যাওয়া, তার পরিবারের কারও নির্বাচনে অংশ না নেয়া, বর্তমান সরকারের অধীনে বিএনপির ভোটে যাওয়ার বিষয়ে সরকারের প্রস্তাব দেন ফখরুল। আর এটা মেনে নিলে সরকারও খালেদার জামিনে বাধা দেবে না, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা স্থগিত থাকবে এবং খালেদা জিয়ার সব মামলায় সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এই খবরকে হাস্যকর বলেন মির্জা ফখরুল। বলেন, ‘পত্র পত্রিকাতে খবর দেখি আমরা নাকি কারাগারে সরকারের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব নিয়ে গেছি। হাসি পায়। আপনারা কোথায় পান এমন তথ্য?’।

বিএনপির সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতার চেষ্টা হচ্ছে কি না-এমন প্রশ্নে ওবায়দুল কাদেরও বিষয়টিকে নাকচ করে বলেন, ‘আমরা আদালতের রায়কে শ্রদ্ধা করি।আমি এটাও স্পষ্ট করে বলতে চাই, গতকাল আদালত খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছে, এটাতেও সরকারের কোন প্রভাব বা হস্তক্ষেপ নেই।’

এমআর/