বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর সুপ্রিমকোর্ট এলাকায় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ১৪ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ৮ সপ্তাহের আগাম জামিনের সময়ের মধ্যেই তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন: ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সালমা সুলতানা, মাসুদ রানা, ফাইয়াজ জিবরান, গোলাম আক্তার জাকির ও মাকসুদুল ইসলাম।
এর আগে গত ২৮ নভেম্বর এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতার জামিন মঞ্জুর হয়।
আজকের বাজার/এমএইচ