রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া ২ মামলায় গ্রেফতার ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ১৭ জনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, আমিনুর রহমান ওরফে নয়ন, গোলাম কিবরিয়া ও শেখ মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, কেএম জোবায়ের এজাজ ও লতিফ উল্লাহ জাফর, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ওরফে পল্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম ওরফে পটু, ছাত্রদলের সদস্য আল মামুন, দ্বীন ইসলামসহ ১৭ জনকে রিমান্ডে নেওয়া হয়।
এদিন রাজধানীর রমনা থানার দুই মামলায় এবং শাহবাগ থানার একটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড চায় পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জাকির হোসেনসহ কয়েকজন আইনজীবী। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের চারদিন করে রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ, গত রোববার সন্ধ্যায় বাংলামোটর এলাকার একটি ভবন থেকে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ বিএনপি ও ছাত্রদলের ১৭ নেতা-কর্মীকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
এস/