আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া নিজেদের ২০৬ জন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার, ৬ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা ২০৬ আসে প্রার্থীদের নাম ঘোষণা করছি। ২০-দলীয় জোট, ঐক্যফ্রন্ট ও আমাদের সিদ্ধান্ত না হওয়া বাকি ৯৪ প্রার্থীর নাম আগামীকাল (শনিবার) প্রকাশ করব।’
অপরদিকে আজ আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৪০ আসনে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং অবশিষ্ট ৬০টি আসন জোটের জন্য রেখেছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ