নতুন জোট গঠনের তিন দিন পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ভাঙন শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবার) জোট ত্যাগের ঘোষণা দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি গুলশান কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে জোট ত্যাগের ঘোষণা দেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৩ অক্টোবর বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং যুক্তফ্রন্টের একাংশ নিয়ে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’ নামে নতুন জোট গঠিত হয়।
আজকের বাজার/এমএইচ