বিএনপির ২ ঘণ্টার অবস্থান বৃহস্পতিবার

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীসহ সারাদেশে ২ ঘণ্টার অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে দুই দফা গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে। প্রথম দফায় ১ মার্চ থেকে আবাসিক এলাকায় ব্যবহৃত এক চুলার জন্য ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দুই চুলার গ্যাসের জন্য ৯৫০ টাকা ও এক চুলার জন্য ৯০০ টাকা গুনতে হবে গ্রাহকদের।

গ্যাসের এ মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলো মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করে। অবশ্য গ্যাসের মূল্য বৃদ্ধি বেআইনি ঘোষণায় দায়ের করা এক রিটের শুনানি শেষে হাই কোর্টের একটি বেঞ্চ দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির ওপর ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।

সুত্র: দ্য রিপোর্ট