ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ তিনজনকে আটকের খবর পাওয়া গেছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ বলেন, হাবিবুর রশিদ হাবিব, শামসুজ্জামান এবং ইউনুস মৃধাকে বিকেলে আটক করে রমনা থানায় নেয়া হয়েছে।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক বলেন, রোববার বিকেলে হাবিবুর রশিদ হাবিবকে বাংলামোটর এলাকা থেকে আটক করেছে পুলিশ।
আজকের বাজার/আর আই এস