বিএনপির বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রোববার। এদিন সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে দলটি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি বেশ কয়েকবার দেশ শাসন করেছে।
দিনটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শোভাযাত্রা, আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
আগামী ১ সেপ্টম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
পাশাপাশি, একই দিন সকাল ১০টায় বিএনপির নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং সেখানে ফাতেহা পাঠ করবেন। একই দিন রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা বের করবে বিএনপি।
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশে আলোচনা সভার আয়োজন করবে দলটি। পাশাপাশি দিনটি উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠনগুলো সারাদেশে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়াউর রহমান নিহতের পর তার স্ত্রী খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়াই টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি। নিম্ন আদালতে গত বছরের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা পাওয়ার পর থেকে কারাগারে রয়েছেন তিনি।
৩৮ বছরের যাত্রায় বিএনপি চারবার ক্ষমতায় ছিল এবং দুবার বিরোধী দলে ছিল। দলটি ১২ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে।
আজকের বাজার/এমএইচ