বিএনপি অপরাজনীতির পথ বেছে নিয়েছে: নানক

আসন্ন সিটি নির্বাচনে পরাজয়ের আভাস পেয়ে বিএনপি অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নানক বলেন, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই দুই সিটির সাবেক মেয়রদের ওপর থেকে ভোটারদের আস্থা নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের উৎসাহ বিনষ্ট করতে বিএনপি ভয়-ভীতি প্রদর্শন করছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি ভোটারদের এই উৎসবমুখর পরিবেশের বিপরীতে মানুষের মাঝে ভয় ভীতি, উস্কানি ও বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকারি সম্পদ ধ্বংস এবং আগুনে মানুষ পুড়িয়ে হত্যাসহ নাশকতার মামলার দাগী অপরাধীদের সারা বাংলাদেশ থেকে এনে গাজীপুরে জড়ো করছে বিএনপি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিএনপি তার নিশ্চিত ভরাডুবির আগাম আভাস পেয়ে তাদের চিরাচরিত মিথ্যা অপপ্রচারের রাজনীতির পথ বেছে নিয়েছে।’

উল্লেথ্য, আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

আরজেড/