তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি লিমিটেড কোম্পানি। ওই দলের নেতারা হলেন ভাড়াটে। মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমদ ও রুহুল কবির রিজভীরা অন্য দল থেকে এসেছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগের সমস্যা সমাধানযোগ্য। ছাত্রলীগে অনুপ্রবেশকারী থাকতে পারে, তবে তা বড় কোনো বিষয় নয়। এ সমস্যা সমাধানযোগ্য।
ছাত্রলীগের কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগের বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দেখভাল করেন। কাজেই কমিটির ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন।
এসময় খালেদা জিয়াকে মুক্ত করতে মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন উক্তির সমালোচনা করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির এ দানববন্ধন করার বিষয়টি অশুভ ইঙ্গিত বহন করে। ২০১৩, ১৪ ও ১৮ সালে বিএনপি দানবীয় রূপ ধারণ করেছিল। তবে এবার জনগণ আর তাদের দানবীয় রূপ ধারণ করতে দেবে না। তাদের দানবীয় রূপ জনগণ প্রত্যাখ্যান করেছে।
আজকের বাজার/এমএইচ