দেশে চলা গুজবের পেছনে বিএনপির হাত আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো গুজব দিয়ে রাজনীতি করে না।খবর ইউএনবি।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু যেভাবে ছড়িয়ে গেছে তা সরকারের চূড়ান্ত অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয়।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়েছে এটা এখন মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আওয়ামী লীগ ও তার দল এটাকে খাটো করে দেখছে। যার কারণে মশা নিধনে কোনো ফল আমরা দেখতে পাইনি। তারা বলছেন ওষুধ কাজ করছে না। আমরা মনে করি এটা অবহেলা। সিটি করপোরেশন ও সরকারের দায়িত্ব ছিলো এটা ধ্বংস করা এবং যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। সুতরাং এটা কোনো গুজবের ব্যাপার নয়।
’গণপিটুনিতে হত্যা হয়, বিনা ভোটে নির্বাচিত সরকার যখন বিনা বিচারে মানুষ হত্যা করে, যেখানে আইনের শাসন নেই, জবাবদিহিতা নেই, সেখানে এসব ঘটনা ঘটবে এটা স্বাভাবিক’ যোগ করেন তিনি।
খালেদা জিয়ার জীবন বিপন্ন হচ্ছে উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুবিধাজনক স্থানে চিকিৎসা দেয়ার জোর দাবি জানান মির্জা ফখরুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
আজকের বাজার/লুৎফর রহমান