বিএনপি নেতারা আচরণবিধি বোঝেন?

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে সমালোচনাকারী বিএনপি নেতাদের একহাত নিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আদালত নিয়ে বিএনপি নেতাদের জ্ঞান ও পড়াশোনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিচারকদের আচরণবিধির গেজেট প্রকাশের পর এক মঙ্গলবার ১২ ডিসেম্বর সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আইমন্ত্রী।

বিএনপি নেতারা ১৯৭৬ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংবিধান নিয়ে ‘ফুটবল খেলেছে’ মন্তব্য করে আর এই ফুটবল খেলতে না দেয়ার কথাও জানান মন্ত্রী।

বিএনপি বুঝে না বুঝে সমালোচনা করে অভিযোগ করে মন্ত্রী বলেন, অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির বিধিমালা নিয়ে বিএনপির সমালোচনা অযাচিত।

সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি থাকাকালে এই বিধিমালা নিয়ে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। আইন মন্ত্রণালয় যে বিধিমালার খড়সা পাঠিয়েছিল, সেটি সুপ্রিমকোর্টের নির্দেশনায় হয়নি জানিয়ে ফিরিয়ে গিয়েছিলেন তিনি।

তবে সিনহার পদত্যাগের পর আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের বৈঠকে বিষয়টির সুরাহা হয় এবং সোমবার প্রকাশ হয় এই গেজেট। গেজেটে অধঃস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাষ্ট্রপতির কাছেই রয়েছে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী এই গেজেট প্রকাশ হয়েছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সরকার বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

ফখরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা প্রচুর আন্দোলন করেছি। এ নিয়ে আইন পাস হয়েছে। কিন্তু সেই বিচার বিভাগের স্বাধীনতা আবারও প্রশাসনের হাতে চলে গেল। কোনোভাবেই এটাকে মুক্ত করা গেল না।

বিএনপি নেতাদের সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন,বিএনপি নেতারা কী বলতে চান? ওনারা কি আচরণবিধি বোঝেন? আপনারাই বলেন। আচরণবিধি নিয়ে উচ্চ আদালতের সাথে টানাপোড়েন হলো কেমনে, আমি তো বুঝলাম না? উচ্চ আদালতের সাথে তো কনসাল্ট করেই এ আচরণবিধি গেজেট আকারে প্রকাশিত হলো। সুপ্রিম কোর্টও বলবে না তাদের সাথে আলোচনা করা হয়নি।

মন্ত্রী বলেন,বিএনপি এ আচরণবিধির সমালোচনা করে তিন কারণে। প্রথমত. তারা বুঝুক আর না বুঝুক সমালোচনার খাতিরেই সমালোচনা করে; দ্বিতীয়ত. তাদের যে ওয়াইডার পরিকল্পনা ছিল তা অনেকটা নষ্ট হয়ে গেছে এবং তৃতীয়ত. তাদের পড়াশুনা নেই এ ব্যাপারে।

‘আপিল বিভাগের বিচারপতিদের সাথে বসে এ আচরণবিধি তৈরির সিদ্ধান্ত হয়েছে। তারা যখন এটা অ্যাপ্রুভ করেছেন তখন আমরা এটা করেছি। দে এগ্রিড ইট। বাংলাদেশের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা আছে আচরণবিধি সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির কাছে থাকবে। তিনি (রাষ্ট্রপতি) সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে ১৮ অনুচ্ছেদ তৈরি করেছেন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে রক্ষা করতেই এ আচরণবিধি।’

আনিসুল হক বলেন,রুলস ২৯ এ বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এ বিধিমালা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। এর পর অনুচ্ছেদ ২৯ (২) এ বলা হয়েছে, উপবিধি ১ এ বর্ণিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রস্তাব ও সুপ্রিম কোর্টের পরামর্শ অভিন্ন না হলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ প্রাধান্য পাবে।

মন্ত্রী জানান, মাজদার হোসেন মামলার যে ১২ টি নির্দেশনা ছিল তার সপ্তমটিতে যা ছিলো সেটাকেও এটার মধ্যে গ্রহণ করে আলাপ আলোচনার মাধ্যমে এ আচরণবিধি করা হয়েছে।

‘আমি পরিস্কার করে বলতে পারি, এ আচরণবিধি করায় সুপ্রিম কোর্টের ক্ষমতা ক্ষুন্ন করা হয়নি বরং কিছুটা বৃদ্ধি করা হয়েছে।’

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ আচরণবিধি তৈরিতে বাধা ছিলো কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন,আমি পেছনের দিকে আর ফিরে যেতে চাই না। আমি শুধু বলতে চাই, ষোড়স সংশোধনী আর্টিকেল ৯৬ নিয়ে। এ ষোড়স সংশোধনী যখন আর্গুমেন্ট হয় আর্টিকেল ৯৬ এর উপরই কিন্তু আর্গুমেন্ট হয়। ইস্যু কিন্তু আর্টিকেল ১১৬ ছিল না। কিন্তু উনি (এসকে সিনহা) তার জাজমেন্টের মধ্যে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ আলট্রারাইজ অব কনসটিটিউশন করে দিয়েছেন। এটার পরে আপনারাই (সাংবাদিকদের) বোঝেন উনি কীভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিলেন।

প্রধান বিচারপতির পদটি ভারপ্রাপ্ত দিয়ে চলা সংবিধান সম্মত নয়- এ বিষয়ে একটি গণমাধ্যমের প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, আমি রিপোর্টটি দেখেছি, কিন্তু পড়িনি। আমরা সংবিধান অনুযায়ীই কাজ করব। সংবিধানের বাইরে আমরা কোন কাজ করিনি।

আজকের বাজার:এলকে/এলকে ১২ ডিসেম্বর ২০১৭