প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, হত্যার হুমকি এবং মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের আদালত।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত এর বিচারক শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর দায়ের করা মামলায় আদালত এ পরোয়ানা জারি করেছেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহের ৩টি আলাদা মামলাসহ গত দু‘দিনে তার বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নাজিম উদ্দিন মুহুরীর দায়ের করা মামলাটিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
বাদীর আইনজীবি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, মামলার আসামি বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ফটিকছড়িতে এক ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।
বক্তব্যে প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্য নিহিত রয়েছে বলে আমরা ধারণা করছি। তার এ উস্কানিমূলক বক্তব্যের কারণে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রসহ দেশে অস্থিতিশীল ও দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা রয়েছে। এর কারণে মামলার বাদীরা আসামির বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন।
এরআগে বুধবার সন্ধ্যায় নগরীর গণি বেকারি মোড় সংলগ্ন গুডস হিলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে।
গুডস হিলে তাদের চার ভাইয়ের বাড়ি। সেখানে ৫০-৬০ জন যুবক অর্তকিতে প্রবেশ করে গার্ড রুম, অফিস রুম, গাড়ি ও দুটি বাড়ির বারান্দায় রাখায় আসবাবপত্র ভাঙচুর করে।
আজকের বাজার/ এমএইচ