বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।মঙ্গলবার ৩০জানুয়ারি রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে থেকে তাঁকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক করে বলে জানা গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠক শেষে বের হওয়ার পর গুলশান এলাকা থেকেই আটক করা হয় তাঁকে।
রাত সোয়া ১১টার পরে ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনায় আমাদের অভিযান চলছে।’ তবে তিনি গয়েশ্বর রায়কে আটকের বিষয়ে কিছু বলেননি।
আজকের বাজার:এসএস/৩১জানুয়ারি ২০১৮