বিএনপি নেতা ফারুক কারাগারে

নাশকতা ও গাড়ি ভাঙচুরের পৃথক চার মামলায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার ০২ জুলাই ঢাকার মহানগর হাকিম নুরনাহার ইয়াসমিন এ আদেশ দেন।

এর আগে, আদালতে আত্মসমর্পণ করে ছয় মামলায় জামিন আবেদন করেন জয়নুল আবদিন ফারুক। শুনানি শেষে আদালত দুইটি মামলায় জামিন দেন। চার মামলায় জামিন আবেদন নাকচ করেন।

আদালত সূত্র জানা গেছে, নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০১৫ সালেই পুলিশ বাদি হয়ে এসব মামলা করে।

আজকের বাজার: আরআর/ ০২ জুলাই ২০১৭