বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জ্ঞাত বহির্ভূত সম্পদ অজর্নের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন ৪ জন সাক্ষ্য দেন আদালতে। ব্যারিস্টার রফিকুল ইসলাম অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী তৌহিদুল ইসলাম।

ঢাকা বিশেষ জজ আদালত-৬ এর বিচারক একেএম ইমরুল কায়েস সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এসময় আদালতে দুদকের সাবেক দুই পরিচালকসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার বিবরণে জানা যায়, সম্পতির হিসাব দাখিল না করায় ২০০১ সালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৪ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

আজকের বাজার: সালি / ২২ জানুয়ারি ২০১৮