গাজীপুর নির্বাচনে নাশকতার অভিযোগে বিএনপি নেতা মিজান আটক (অডিও)

গাজীপুর সিটি করপোরেশনে নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলশান ১ নম্বরের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার  এই তথ্য নিশ্চিত করেছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘থানা পুলিশ তাকে আটক করেনি। ডিবি পুলিশের একটি অভিযান ছিল। তারা আটক করতে পারে।’

মিজানের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

কন্সপেরেসি লিক নামক একটি ইউটিউব চ্যানেলে মেজর (অব.) মিজানের কথপোকথনের একটি অডিও প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে ওই অডিও ক্লিপটি যে মেজর অব. মিজানের তা নিশ্চিত হওয়া গেছে। তবে অডিওতে অন্য প্রান্তের কণ্ঠটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি গোয়েন্দারা।

https://youtu.be/7VjKh8bwCv8

আরজেড/