বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০ নভেম্বর, মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাক্তন এ মন্ত্রীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না বিএনপির এই নেতা। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণীতে বলা হয়, ২০০১ সালের ১০ জুন তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো রফিকুল ইসলামকে সম্পদের হিসাব জমা দেয়ার নোটিশ দেন। কিন্তু তিনি সম্পদের বিবরণ জমা দেননি। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা লিয়াকত হোসেন বাদী হয়ে ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুলের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করেন।
আজকের বাজার/এমএইচ