বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেলকে পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তবে এ অভিযোগ অস্বীকার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ৩০ জানুয়ারি হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলারই আসামি ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি সোহেল।
সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তাঁর সঙ্গে ছিলেন ।
সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া।
আর ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে দাবি করেন রুহুল কবীর রিজভী।
আজকের বাজার:এসএস/৬ফেব্রুয়ারি ২০১৮