ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ অমূলক। আচরণ বিধি লঙ্ঘনের কোনো নিদর্শন দেখছি না।
তিনি বলেন, বিএনপি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। প্রচারণা যতদিন চলবে ততদিন তারা অভিযোগ করতে থাকবে। এটা তাদের রাজনৈতিক কৌশল। তাপস আজ রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি ঢাকাবাসী আমাদের প্রাণের ঢাকাকে ভালোবাসে তারা আরও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আমাকে মেয়র নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়নের কার্যক্রম চলছে। আশা করছি দুই এক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ ইশতেহার ঢাকাবাসীর কাছে প্রকাশ করতে পারব। ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে তাপস বলেন, ঢাকার জনগণের মধ্যে এ ব্যাপারে কোনো শঙ্কা লক্ষ্য করিনি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমূখ উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান