বিএনপি দেশের মানুষকে বিদ্যুৎ দেয়নি, দিয়েছিল খাম্বা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার প্রতিটি পদক্ষেপ নেয় দেশের মানুষের উন্নয়নের জন্য। এ জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিদ্যুৎ উদপাদন বাড়ে আর বিএনপি এলে কমে।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র ও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপি বিদ্যুতের উন্নয়নের জন্য কোনো কাজ করে নাই। করেছে খাম্বার নামে লুটপাট। আমরা ক্ষমতায় এসে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি। বিদ্যুতের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ খাতে সরকার প্রচুর ভর্তুকি দিচ্ছে- জনগণকে কম খরচে বিদ্যুৎ দিচ্ছে।
তিনি বলেন, আমরা বিদ্যুতের সমস্যার সামধান করছি। আমরা পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছি।
এস/