বিএনপি ভোট থেকে পালালে দেশ থেকেও পালাতে হবে: হাছান মাহমুদ

বিএনপি ভোট থেকে পালিযে যেতে চাইলে দেশ থেকে পালাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার (২৮ মে) দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজন জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ভোট থেকে পালানোর জন্য এখন নানা রকম কথাবার্তা বলছে। পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। দয়া করে ভোট থেকে পালাবেন না, এবার সংসদ নির্বাচন থেকে পালিয়ে গেলে ভবিষ্যতে দেশ থেকেও পালিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিএনপি নেতাদের কাজ সকাল-বিকেল মিথ্যাচার করা। একজন নেতা সকাল ও বিকেলে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেন। কিছু নেতা বিভিন্ন কূটনীতিকদের কাছে গিয়ে নালিশ করেন। দুষ্টু লোকে বিএনপিকে-বাংলাদেশ নালিশ পার্টি বলে।

তিনি আরও বলেন, আমি বলব, কূটনীতিকদের কাছে নালিশ না করে জনগণের কাছে যান। অতীত কর্মকাণ্ডের কারণে ক্ষমা চান। জনগণ চাইলে আপনাদের ক্ষমা করে দিতে পারে।

 

আজকের বাজার/ এমএইচ