বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা যান। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানান।
তিনি জানান, মৃত্যুকালে ফাতেমা আমীন ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মির্জা ফখরুল সন্তানদের মধ্যে দ্বিতীয় ও ছেলেদের মধ্যে বড়।
শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের মা ফাতিমা আমিন বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মির্জা ফখরুলের মায়ের জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে পরে জানানো হবে।
এস/