বিএনপি মানে…

বিএনপি মানে বি’তে বিদেশি, এন’তে নালিশ, পি’তে পার্টি। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটার নাম নালিশ পার্টি। বেগম জিয়াকে দন্ড দিয়েছেন আদালত। এখানে আওয়ামী লীগের কিছুই করার নেই। আইনের মাধ্যমে তিনি মুক্তি পাবেন।

আজ রোববার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নোয়াখালী -৫ আসনের ২৭ টি প্রকল্পের ৪২ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, পত্রিকায় দেখলাম বেগম জিয়া বলেছেন, বিএনপি নেতাদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য। আর নেতারা বলছেন বেগম জিয়া ছাড়া নির্বাচনে যাবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। বেগম জিয়ার মামলার রায়ের ১০ দিন আগে বিএনপি রাতের আঁধারে গঠনতন্ত্রের ৭ ধারা উঠিয়ে নিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা দুর্নীতিবাজ। তাদের নেতারা পল্টনে দলীয় কার্যালয়ে বসে প্রেসব্রিফিং করছে, বাহিরে আন্দোলন করার মুরোদ নেই।

সম্প্রতি ভারত সফর সম্পর্কে কাদের বলেন, আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছি। কিন্তু আমাদের দেশের রাজনীতির ব্যাপারে আলাপ আলোচনা কিছুই হয়নি। রাজনীতি নিয়ে বিদেশে কিসের কথা! আমাদের দেশের রাজনীতি নিয়ে দেশে কথা বলব। অথচ বিএনপি নেতারা আমাদের দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে গিয়ে নালিশ করে। বিএনপি একটি নালিশের দলে পরিণত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ৭৫ এর পরে বিএনপি, জাতীয়পার্টি দীর্ঘদিন ক্ষমতায় ছিল। সেই সময় মওদুদ ভাই বড় বড় দায়িত্বে ছিলেন। কিন্তু আমি এ এলাকায় যত উন্নয়ন করেছি, তিনি তার একশ ভাগের একভাগও করেন নাই। তার বাড়ির সামনের রাস্তাটাও আমি পাকা করে দিয়েছি।

তিনি বলেন, নারী সমাজের সারাজীবন শেখ হাসিনা সরকারকে সমর্থন করা উচিত। কারণ শেখ হাসিনা তাদের নাম ঠিকানায় পিতার সঙ্গে মায়ের নাম সংযুক্ত করেছেন। আমি যদি নির্বাচন করি আগামী নির্বাচনে, আমার নেতাকর্মীরা সেই নির্বাচন করবে। কারণ আমি সারা বাংলাদেশের নির্বাচনী কাজে ব্যস্ত থাকব।

আজকেরবাজার/এসচজে/এস