বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর মধ্যে তথ্য বিনিয়ম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অদ্য ২ জানুয়ারি ২০২০ সকাল ১.৩০ ঘটিকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর পক্ষে নির্বাহী পরিচালক ও এএমএল অ্যান্ড সিএফটি উইং প্রধান জনাব রুকসানা চৌধুরী এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর পক্ষে মহাব্যবস্থাপক ও অপারেশনাল প্রধান জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর প্রধান কর্মকর্তা জনাব আবু হেনা মোহাঃ রাজী হাসানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মানিলন্ডারিং, সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত অপরাধ দমনে প্রতিনিয়তই নিবিড়ভাবে একে অপরের সাথে কাজ করে যাচ্ছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের ফলে তথ্য বিনিময় প্রক্রিয়াটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে মর্মে উভয় প্রতিষ্ঠানের প্রধানগণ মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরো সক্রিয়ভাবে একে অপরের কাজে সহায়তার অঙ্গীকার ঘোষণা করেন।