বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল আদালত নির্বাচনে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে আজ নতুন এই তারিখ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১০ জুলাই) বিএফইউজে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের সদস্য হাসান আরেফিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতের আদেশের পর মঙ্গলবার নির্বাচন কমিশন বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল সোমবার এই নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করেন ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান সাজুর আদালত। বিএফইউজে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন ও নির্বাচনের দুই প্রার্থী ওমর ফারুক ও শাবান মাহমুদের পক্ষ থেকে পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার শ্রম আদালতে সাংবাদিক খায়রুল আলম ও সেবিকা রানীর করা মামলার প্রেক্ষিতে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান এ নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন।
আজকের বাজার/এমএইচ