বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে শুরু হয়েছে গ ও ঘ গ্রুপের খেলা। দিনের প্রথম ম্যাচে বড়জয় পেয়েছে ঢাকার গেন্ডারিয়া এফএ। পল্টন ময়দানে আজ অনুষ্ঠিত ম্যাচে গেন্ডারিয়া ৩-০ গোলের ব্যবধানে হারায় ব্রাহ্মণবাড়ীয়া এফএকে। বিজয়ী দলপ্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। টুর্নামেন্টে এটি দু’দলের প্রথম ম্যাচ। গেন্ডারিয়ার পক্ষে একটি করে গোল করেন রাকিব, হৃদয় ও রিয়াদ। ম্যাচ সেরা হয়েছেন গেন্ডারিয়ার হৃদয়।

যশোরের শামস-উল- হুদা এফএ ও মাগুরার আছাদুজ্জামান এফএ’র মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। ম্যাচ সেরা হয়েছেন যশোরের রিয়াদ।
আগামীকালের খেলা :

ব্রাহ্মণবাড়ীয়া এফএ বনাম কেরানীগঞ্জ এফএ (২টা) এবং আছাদুজ্জামান এসএ বনাম কুড়িগ্রামএফএ (৩টা ৩০মি)

আজকের বাজার/লুৎফর রহমান