দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত সেমিনার শুরু হয়েছে।
বুধবার সকাল দশটায় রাজধানীর গুলশান-২ এ ওয়েস্টিন হোটেলের বলরুমে সেমিনারটি শুরু হয়।
‘দীর্ঘ মেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ বিষয়ক এ সেমিনারে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খাইরুল হোসাইন ও বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিসটেড কোম্পানীজের (বিএপিএলসি) চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
আজকের বাজার: আরআর/ ২০ ডিসেম্বর ২০১৭