বিএলআই ক্যাপিটালের এমডি হিসেবে যোগ দিলেন ইসরাইল

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান “বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড”এর সহযোগী প্রতিষ্ঠান বিএলআই ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: ইসরাইল হোসেন এসিএস।

“বিএলআই ক্যাপিটাল লিমিটেড”, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন প্রাপ্ত একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক।কোম্পানীর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রতিষ্ঠানটির এমডি হিসেবে গত ১২ মার্চ পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। এ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে তিনি ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধাননির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি ২০০৬ সালে পুজিবাজারে কাজ শুরু করেন। পুজিবাজারে যুক্ত হওয়ার পর দেশের অন্যতম প্রফেশনাল প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশ (আইসিএসবি) থেকে চার্টার্ডসেক্রেটারি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি আইসিএসবি এর অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে রয়েছেন।

আরএম/