বিএসআরএম লিমিটেডের পর্ষদ সভার পরিবর্তিত তারিখ ২৪ এপ্রিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগমী ২৪ এপ্রিল বিকেল ৫টায় কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, অনিবার্য কারণে পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে কোম্পানিটি। এর আগে গত ১৮ এপ্রিল পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ তারিখ পরিবর্তন করে আগামী ২৪ তারিখ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৭ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে।