বিএসইসিতে প্রক্রিয়াধীন ২১ কোম্পানির আইপিও

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের জন্য (আইপিও) ২০টি কোম্পানি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ১১ টি কোম্পানি বুকবিল্ডিং পদ্ধতিতে এবং বাকি ১০টি কোম্পানি স্থির মূল্য পদ্ধতিতে আসতে আগ্রহী।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে আইপিওতে আসতে আবেদনকারা কোম্পানির মধ্যে বিভিন্ন খাতের প্রতিষ্ঠান রয়েছে।

নতুন করে আবেদন করা কোম্পানিগুলোর মধ্যে বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলো হলো- এসটিএস হোল্ডিংস (অ্যাপোলো হাসপাতাল) ৭৫ কোটি টাকা,রানার অটোমোবাইলস ১০০ কোটি টাকা, পপুলার ফার্মাসিউটিক্যালস ৭০ কোটি টাকা, ডেল্টা হসপিটাল ৫০ কোটি টাকা, ইনডেক্স এগ্রো ইন্ডাস্টিজ ৫০ কোটি টাকা,শামসুল আলামিন রিয়েল স্টেট ৮০ কোটি টাকা,এস্কয়ার নিট কম্পোজিট ১৫০ কোটি টাকা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ১৪৯ কোটি ৮৬ লাখ টাকা,এডিএন টেলিকম ৫৭ কোটি টাকা স্টার সিরামিকস ৬০ কোটি টাকা এবং বারাকা পতেঙ্গা পাওয়ার তোলবে ২২৫ কোটি টাকা।

এদিকে এস্কয়ার নিট কম্পোজিট এবং রানার অটোমোবাইলস বিডিংয়ের অনুমোদন পেলেও আইপিও অনুমোদন পায়নি।

অভিহিত বা স্থির মূল্য পদ্ধতিতে আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলো হলো- এক্সপ্রেস ইন্স্যুরেন্স ২৬ কোটি ৭৯ লাখ টাকা,জেনেক্স ইনফোসিস ২০ কোটি টাকা, নিউ লাইন ক্লোথিং ৩০ কোটি টাকা, সিলকো ফার্মাসিউটিক্যালস ৩০ কোটি টাকা, ইলেক্ট্রো ব্যাটারি কোম্পানি সাড়ে ২২ কোটি টাকা, এসএস স্টিল ২৫ কোটি টাকা, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স পয় মেন্যুফ্যাকচারিং ২৫ কোটি টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল ৩০ কোটি টাকা,ক্রিস্টল ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা তুলবে।