জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি’র চেয়ারম্যান ও নবনিযুক্ত দুই কমিশনার। আজ ২২ মে শুক্রবার সকাল ১১টার দিকে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ নবনিযুক্ত কমিশনার অধ্যাপক ড.শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান।
বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় সাক্ষর করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান। এ সময় বিএসইসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. রশীদুল আলম ও উপ পরিচালক মো. হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সূত্রমতে, গত ১৭ মে বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম যোগদান করেন এবং ২০ মে ধানমন্ডি ৩২ নম্বরে
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। আর কমিশনার হিসেবে ২০ মে বিএসইসিতে যোগদান করেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান।