বিএসইসির চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছে ডিএসই

তৃতীয় দফায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ায় ড. এম খায়রুল  হোসেনকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম তাকে অভিনন্দন জানান৷

এসময় ডিএসই’র চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে ড. এম খায়রুল হোসেন প্রজ্ঞা, সাহসীকতা ও যুগোপোযোগী সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরেছেন৷ সামনের দিনগুলোতেও তার বলিষ্ঠ নেতৃত্ব, চিন্তাধারা এবং কর্মস্পৃহা পুঁজিবাজারের সামনে চলার পথকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন৷

পরে ড. এম. খায়রুল হোসেন ডিএসই’র পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানানা।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মো. আমজাদ হোসেন ড. স্বপন কুমার বালা, এফসিএমএ এবং খন্দকার কামালুজ্জামান সহ অনান্য উর্ধ্বতন কর্মকর্তা৷

উল্লেখ্য, ড. এম. খায়রুল হোসেন ২০১১ সালের ১৫ মে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন৷ ২০১৪ সালের মে মাসে চার বছরের জন্য বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান৷ দুই মেয়াদে টানা ৭ (সাত) বছর কাজ করার পর গত ১৫ মার্চ ২০১৮ তারিখে কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. এম খায়রুল হোসেন-কে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয় সরকার।

আরএম/