বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় ড. এম খায়রুল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মোশতাক আহমেদ সাদেক। এ সময় তার সঙ্গে ডিবিএ’র পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ডিবিএ'র সচিব মোঃ ফয়সাল হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ডিবিএ প্রেসিডেন্ট মোশতাক আহমেদ সাদেকের নেতৃত্বে ড. এম খায়রুল হোসেনকে অভিনন্দন জানানো হয়।
এ সময় খায়রুল হোসেন বলেন, বিএসইসি রেগুলেটর হিসেবে নয়, ফেসিলেটর হিসাবে বিগত দিনগুলোতে বাজার উন্নয়নে কাজ করছে৷ কমিশনের প্রতি সরকারের যে আস্থা, সে আস্থা বজায় রেখে আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে৷ সমস্যা এবং মতভিন্নতা থাকতেই পারে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধানের পথ বের করতে হবে৷ কারোর মধ্যে যেন কোন ভুল বোঝাবুঝি না থাকে৷
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে সকলকে সাথে নিয়ে দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিকমানে উন্নিত করাই হবে কমিশনের মূল লক্ষ্য৷ একই সাথে এই বিকাশমান বাজারকে দেশের উদিয়মান অর্থনীতিতে আরো বেশী অবদান রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন৷
এসময় ডিবিএ’র প্রেসিডেন্ট মোশতাক আহমেদ সাদেক বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে ড. এম খায়রুল হোসেন একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব৷ যার নেতৃত্বে দেশের পুঁজিবাজার আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে৷ পুঁজিবাজার উন্নয়নে বর্তমান কমিশন যে সমস্ত আইনি ও অবকাঠামো সংস্কার করেছে তা দীর্ঘমেয়াদে দেশের পুঁজিবাজার একটি শক্ত ভীতের ওপর দাঁড়িয়েছে৷ এর ফলে দেশের পুঁজিবাজারে দেশী এবং বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সামনের দিনগুলোতে বিনিয়োগকারীগণ এর সুফল ভোগ করবেন৷ পুঁজিবাজারের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ডিবিএ৷ রেগুলেটরের পরামর্শ অনুযায়ী ডিবিএ বাজার উন্নয়নে সবসময় সহযোগী হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন৷
এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন নিজামী, মোঃ আমজাদ হোসেন ড. স্বপন কুমার বালা, এফসিএমএ এবং খন্দকার কামালুজ্জামান৷
উল্লেখ, ড. এম. খায়রুল হোসেন ২০১১ সালের ১৫ মে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন৷ ২০১৪ সালের মে মাসে চার বছরের জন্য বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান৷ দুই মেয়াদে টানা ৭ (সাত) বছর কাজ করার পর গত ১৫ মার্চ ২০১৮ তারিখে কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. এম খায়রুল হোসেন-কে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয় সরকার।
বিজ্ঞপ্তি/জাকির/আরএম