বিএসইসির দুই কমিশনার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের অধ্যাপক ড. শেখ শামসুদ্দীন আহমেদ।

বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এছাড়া কমিশনার হিসেবে শিল্প সচিব আব্দুল হালিমকে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী ২৭ মে অবসরে যাচ্ছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তিন কমিশনারের নিয়োগের বিষয়টি অনুমোদন করেছেন। বুধবার দুজনের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিল্প সচিব আব্দুল হালিম আগামী ২৭ মে অবসরে যাচ্ছেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৭ মে প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।