পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের- বিএসইসি নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের-সিএসই পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এমডি বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন এবং বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন।
সিএসইর জেনারেল ম্যানেজার ও ঢাকা কার্যালয়ের প্রধান মো. গোলাম ফারুক এবং অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।