পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ ১০ সেপ্টেম্বর সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনের তৃতীয় তলায় মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিশন।
জানা গেছে, বিএসইসির ২৫ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ইতিহাস এবং ভবিষ্যতে করণীয় বিভিন্ন পদক্ষেপের বিষয়ে জানাবেন কমিশন। একই সঙ্গে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠান সর্ম্পকেও জনানো হবে।