বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর ড.এম. খায়রুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইসিএসবির প্রতিনিধি দলের সদস্যরা।
গত বৃহস্পতিবার সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তারা। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইনস্টিটিউট অব চার্টার্ট সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ এফবিএস।
ICSB2প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনটির ফাস্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. নাসিমূল হাই; ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম রেজা; কোষাধ্যক্ষ নাজমুল করিম; সদস্য শহীদ ফারুকী এবং সেলিম আহমেদ। এছাড়া বিএসসির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সে সময়ে উপস্থিত ছিলেন।
নতুন সিকিউরিটিজ কমিশন ভবনে কার্যক্রম শুরু করায় চেয়ারম্যান খায়রুল হোসেনকে স্বাগত জানান আইসিএসবি প্রেসিডেন্ট। এ সময় ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনাও করা হয়।
আইসিএসবির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বাণিজ্য বিএসইসির চেয়ারম্যান বলেন, পেশাগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে আইসিএসবি। এ সংগঠনের কাজকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।