রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজিবাজারে যেন আর তৃতীয় বারের মতো ধস না হয়; সেই জন্য আইনের ব্যাপক সংস্কার করা হয়েছে। এর আগে পুঁজিবাজারে দুটি ধস হয়েছিল এই আওয়ামী লীগের আমলে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ (বিএসইসি) সফলভাবে আইন সংস্কারের কাজগুলো করেছে।
এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর ক্ষেত্রে একটা ধারবাহিকতা এসেছে। এর হারও বেড়েছে। এটা সম্ভব হয়েছে আইনের সংস্কারের ফলে। সেই দিক দিয়ে বিএসইসি একটি আদর্শিক অবস্থানে রয়েছে। আমি বিএসইসি নিয়ে খুশি।
তিনি বলেন, আমাদের অর্জন এখন বিশ্ব স্বীকৃত। এটা সম্ভব হয়েছে যোগ্য নেতৃত্বের কারণে। আমার মনে হয় ১০ বছর পর দেশে আর দারিদ্রতা থাকবে না। বিএসইসি তাদের দায়িত্ব যথাযথভাবে অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, ২০১৯ সাল বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে উল্লেখযোগ্য বছর হবে।
তিনি বলেন, ৪১ সালের বাংলাদেশে পুঁজিবাজার অনেক অবদান রাখবে। কারণ বাজার এখন স্থিতিশীল; বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে।
তিনি জোর দিয়ে বলেন, এসব অবদানের পেছনে অর্থমন্ত্রীর অবদান অনেক বেশি। অর্থনীতির সবখানে উন্নতির জন্য তিনি অবদান রেখেছেন।
এসয়ম বিএসইসি কমিশনদ্বয়, পুজিবাজার স্টেকহোল্ডারসহ বাজার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।