চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকার জালাল উদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত থেকে গরু আনার জন্য শহীদুল ইসলাম রবিবার গভীর রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে যায়। এসময় বিএসএফ গুলি চালালে তার বাম হাতে গুলি লাগে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তার স্বাজনরা শহীদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেছে বলে জানান ওসি।
আজকের বাজার/এমএইচ