শেরপুরে শ্রীবরদী উপজেলার পানবাড়ি সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সিমান্ত রক্ষা বাহিনী ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
কর্ণঝোড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই জানান, ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্তের কুমারগাতি গ্রামের এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত উকিল মিয়া (১৯) শ্রীবরদীর মেঘাদল গ্রামের বঙ্গসুরুজের ছেলে ও আহত সুমন মিয়া বাবেলাকোনা গ্রামের বদর আলীর ছেলে।
বিজিবি সদস্য আব্দুল হাই জানান, গরুকে ঘাস খাওয়াতে খাওয়াতে একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ ‘গুলি’ চালালে উকিল ও সুমন আহত হয়ে বাংলাদেশের সীমান্তের পানবাড়ি এলাকায় এসে লুটিয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে উকিলের লাশ উদ্ধার করে এবং আহত সুমনকে শ্রীবরদী হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
অপরদিকে, ময়নাতদন্তের জন্য উকিলের লাশ পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে এবং এ ঘটনায় দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান আব্দুল হাই।ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান