চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার মাসুদপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।
এলাকাবাসী জানান, রাত ৩টার দিকে মিলন ও সেনারুল শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান। এ সময় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ভারতীয় ভূখণ্ডেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হন।
পরে ওই দুজনকে তাদের সঙ্গীরা উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার জানান, সীমান্তে গুলিতে দুই রাখাল নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে খবর দেয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ