বিএসএফ হত্যা বন্ধ না করলে বিজিবি বসে থাকবে না

সীমান্তে অপরাধ কমিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক হয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তবে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা সীমান্তে হত্যা বন্ধ না করলে আমরা বসে থাকব না।

মঙ্গলবার ৯ জানুয়ারি দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা জমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্তে হত্যা বন্ধে বিজিবি যতটা আন্তরিক ভারতীয় বিএসএফ ততটা আন্তরিক হতে পারেনি। বিএসএফের বিশাল বাহিনীকে ভারত পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না।’

আবুল হোসেন বলেন, ‘এখনো সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয়নি। তবে বিএসএফ আমাদের কথা দিয়েছে, তারা সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসবে।’

বিজিবি মহাপরিচালক জানান, সীমান্তে সড়ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিয়ানমার সীমান্ত থেকেই এই সড়কের কাজ শুরু হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, ৭ বিজিবির রংপুর ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মাহফুজ উল বারী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম নাসির উদ্দিন ও পাটগ্রাম ইউএনও নূর কুতুব উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাজার:এলকে/ ৯ জানুয়ারি ২০১৮