বিএসএমএমইউতে ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ উদ্বোধন

করোনা ও অন্যান্য সকল রোগে আক্রান্ত দেশের সকল রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র “বিশেষজ্ঞ হেলথ লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। আজ রবিবার বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনককান্তি বড়ুয়া এই সেবা কার্যক্রম উদ্ধোধন করেন।

এক বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউ জানায়, এই সেবা প্রচলিত চিকিৎসা সেবার বিকল্প নয়, কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রসমূহ টেলিমেডিসিনের মাধ্যমেই অন্তবর্তীকালীন চিকিৎসাসেবা কার্যক্রম চলমান রাখার সুপারিশ করেছে। সেই প্রেক্ষাপটে এ সেবা চালু করা হয়েছে।

সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৩৩৩, ১৬২৬৩ অথবা ০৯৬১১৬৭৭৭৭৭ এ ডায়াল করে “বিশেষজ্ঞ হেলথ লাইনের” মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন রোগীরা।

এই বিশেষজ্ঞসেবা পরবর্তীতে দেশের টেলিমেডিসিন সেবাদানকারীদের মাধ্যমে আরো সম্প্রসারিত করা হবে বলেও জানানো হয়।

আজকের বাজার / এ.এ